দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং চোরাচালান ও অবৈধ কার্যকলাপ দমনে নিয়মিত টহলের অংশ হিসেবে গত রবিবার বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্যসামগ্রীসহ একটি পাচারকারী বোট এবং ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় একটি সন্দেহজনক কাঠের বোট দেখতে পায়। নৌবাহিনীর জাহাজকে কাছে আসতে দেখে বোটটি দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় নৌবাহিনী ধাওয়া করে ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামের বোটটিকে আটক করে এবং এর ভেতরে থাকা ১১ জন পাচারকারীকে গ্রেপ্তার করে। পরবর্তীকালে বোটটি তল্লাশি করে ১৫ হাজার কেজি আলু, ৭৫০ কেজি...