ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় নতুন করে আরও ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ছয় বছর বয়সী জমজ শিশু এবং তিনজন সাংবাদিক। সোমবার সন্ধ্যা থেকে টানা ২৪ ঘণ্টা ধরে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলি বিমানবাহিনী সোমবার রাতে গাজা সিটির অন্যতম সর্বোচ্চ আবাসিক ভবন আল-ঘাফরি হাইরাইজকে নিশানা করে বিধ্বংসী বোমাবর্ষণ চালায়। ভয়াবহ এই হামলায় পুরো ভবনটি ধসে পড়ে এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজে অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করতে ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, গত কয়েক সপ্তাহে গাজা সিটির উত্তর ও পশ্চিমাঞ্চলে অন্তত ৫০টি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। শুধু জায়তুন এলাকায় আগস্টের...