পাকিস্তান দল বাজে পারফর্ম করলে কথার তোপ দাগাতে কখনোই পিছপা হন না দেশটির সাবেক ক্রিকেটাররা। সেই ক্ষোভের বিস্ফোরণ আছে এবারও। তবে এবার তির ছুড়ছেন তারা ভারতের দিকেও। এশিয়া কাপের ম্যাচে হাত না মেলানোর ঘটনায় ভারতীয় ক্রিকেটারদের ওপর বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকে। রোববার দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারায় ভারত। তবে মাঠের ক্রিকেট ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন অন্য ঘটনা। টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলানন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচের পরও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয়রা। প্রতিবাদে পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন পাকিস্তান অধিনায়ক। সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেন তাদের কোচ মাইক হেসন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, টসের সময় দুই অধিনায়ককে করমর্দন করতে না করায় ম্যাচ রেফারি...