চেয়ারে বসাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের দুই গ্রুপের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্তৃক অবৈধ বাসস্ট্যান্ড ও দোকানপাট উচ্ছেদের দাবিতে আয়োজিত আলোচনা সভা শেষে এই ঘটনাটি ঘটে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সংলগ্ন বাংলাদেশ ব্যাংকের গেটের পাশে এ ঘটনায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল ও মাহমুদুল হাসানের অনুসারীরা মুখোমুখি হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে হঠাৎ উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় রবিউল আউয়ালের গ্রুপের কয়েকজন জুনিয়র সদস্য মাহমুদুল হাসানের কলার ধরে টেনে ধরেন। পরে মাহমুদুল হাসান সরে যাওয়ার চেষ্টা করলে তাঁর অনুসারীরাও ঘটনাস্থলে উপস্থিত হন। এতে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এ বিষয়ে দর্শন বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, “সম্ভবত মাহমুদ ভাই আমাদের নিজেদের...