১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ এএম নীলফামারীর সৈয়দপুরে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে দোয়া মাহফিলে সমাপ্ত হয়। জামায়াতে ইসলামীর নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের দাড়ি পাল্লার মনোনীত প্রার্থী ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নেতৃত্বে্এ বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সৈয়দপুর উপজেলা নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার মেয়র পদে মনোনীত প্রার্থী ও শহর আমীর শরফুদ্দিন খান, সৈয়দপুর উপজেলা সেক্রেটারি মাজহারুল ইসলাম, সৈয়দপুর শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, কিশোরগঞ্জ উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ, নায়েবে...