১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সাত বছর ধরে রং ও রিপিয়ারিং কাজ বন্ধ রয়েছে। সর্বশেষ ২০১৯ সালে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রং ও রিপিয়ারিং কাজ হয়েছিল। ২০১৯ সালের পর থেকে আজ অব্দি রং ও রিপিয়ারিংয়ের কোন কাজ হয়নি। ঈশ্বরদী সদর হাসপাতালের অবস্থা নাজুক। মাঝে মধ্যে ছাদ থেকে পলেস্তারা রোগীর শরীরে ও বিছানায় ভেঙ্গে পড়ে। পুরাতন বিল্ডিং এর ছাদটা এমন ডেম হয়ে গেছে দেখার কেউ নেই। রোগীর শরীরে পলেস্তারা ভেঙে পড়লেও নার্স বা স্টাফদের কোন প্রতিক্রিয়া নেই। দায়িত্বরত নার্সদের বলার পরেও কেউ দেখতেও আসেনা। এটাই হলো ঈশ্বরদী হাসপাতালের বেহাল দশা। নাম প্রকাশ না করা সত্ত্বে একজন রোগীর অভিভাবক বলেন, আমার বাবাকে গতকাল ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করেছিলাম। সকাল আটটার...