১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ এএম খেলাধুলা মাদকের প্রতি আসক্তি কমাতে সাহায্য করে। তাই তরুণ-যুবকরা খেলার মাঠে ফিরলে মাদকের অভিশাপ থেকে সমাজ রক্ষা পাবে। যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে আমাদের এখনই উদ্যোগী হতে হবে। সোমবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। তিনি আরও বলেছেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণরা খেলার মাঠে ব্যস্ত থাকলে মোবাইলের আসক্তি কমে যাবে। পাশাপাশি মাদকাসক্ত হওয়ার প্রবণতা হ্রাস পাবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, সুস্থ সমাজ বিনির্মাণে আমাদের তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে উদ্যোগ...