১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সম্প্রতি বিদেশে থাকা হামাস নেতাদের ওপর ভবিষ্যতে আরও হামলার সম্ভাবনা বাতিল করা যায়নি বলে মন্তব্য করেছেন। জেরুসালেমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যেখানে যেখানেই তারা থাকুক, তারা নিরাপদ নয়। প্রতিটি দেশের অধিকার আছে নিজেদের সীমারেখার বাইরে নিজেকে রক্ষা করার।” নেতানিয়াহুর এ মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে এসেছে, যেখানে কাতার ও যুক্তরাষ্ট্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এই হামলার সময় ছয়জন নিহত হয়, তবে হামাসের শীর্ষ নেতৃত্ব বেঁচে যায়। কাতার গাজা যুদ্ধের সময় মধ্যস্থতাকারী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ২০১২ সাল থেকে হামাসের রাজনৈতিক ব্যুরো সেখানে অবস্থান করছে। ইসরায়েলের উদ্দেশ্য...