ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমেরিকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে বামপন্থী ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে হোয়াইট হাউস। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার কার্কের স্মরণে তাঁর পডকাস্টে আসেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা। এ সময় তাঁরা তথাকথিত ‘বৃহৎ দেশীয় সন্ত্রাসী নেটওয়ার্ক’ ধ্বংসের ঘোষণা দেন। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার বলেন, ‘যেসব প্রচারণা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, এসব সন্ত্রাসী নেটওয়ার্ক গুঁড়িয়ে দেব। আমরা চার্লির নামে এটি করবোই।’ অবশ্য তদন্তকারীরা এখন পর্যন্ত চার্লি কার্ক হত্যার পেছনের উদ্দেশ্য প্রকাশ করেননি। কিন্তু ডানপন্থীদের অনেকেই এর জন্য বামপন্থীদের দায়ী করছেন। মিলার ও ভ্যান্স দুজনেই দাবি করেন, উগ্র বামপন্থী আন্দোলনই মূল হুমকি। বাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, ‘আমরা...