ইসরায়েলের হামলার পর গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) নেতারা কাতারের রাজধানী দোহাতে জরুরি প্রতিরক্ষা বৈঠক করেছেন। বৈঠকে সামরিক কমিটির পরামর্শক্রমে বর্তমান প্রতিরক্ষা পরিস্থিতি, সম্ভাব্য হুমকির উৎস এবং যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করার পদক্ষেপ আলোচনা করা হয়েছে। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত অসাধারণ শীর্ষ সম্মেলন সভাপতিত্ব করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এতে অংশ নেন অন্যান্য গালফ রাষ্ট্রের শীর্ষ নেতা এবং জিসিসি মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল হামাসের রাজনৈতিক নেতাদের আশ্রয়স্থল লক্ষ্য করে কাতার নেতৃত্বাধীন মধ্যস্থতাকর্মসূচির ওপর হামলা। হামলায় প্রাণ হারান কাতারের নিরাপত্তা কর্মকর্তা বদর সাআদ মোহাম্মেদ আল-দোসারি। এ ঘটনায় সাধারণ মানুষ, স্কুল ও কূটনৈতিক মিশনও বিপদে পড়েছে। জিসিসি সুপ্রিম কাউন্সিল এক যৌথ বিবৃতিতে হামলাকে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের সরাসরি অবমাননা হিসেবে উল্লেখ...