আফগানিস্তানের ক্রিকেটে পথচলা অনেকটা পরে হলেও সময়ের চেয়েও দ্রুত উন্নতি করেছে তারা। এখন সবার সঙ্গেই লড়াই করে চোখে চোখ রেখে। এশিয়া কাপে বাংলাদেশের জন্য তাই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে আজ। ব্যর্থ হলেই শেষ এশিয়া কাপের যাত্রা। এমন সমীকরণ নিয়ে রাতে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি দেখা যাবে নাগরিক টিভি আর টি-স্পোর্টসে। অনলাইনে টফি আর ট্যাপম্যাড অ্যাপে। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। সমীকরণ বলছে, আসরে ২ ম্যাচ খেলে বাংলাদেশের ঝুলিতে আছে ২ পয়েন্ট। দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট শ্রীলঙ্কার। এক ম্যাচ খেলে ২ পয়েন্ট আফগানিস্তানের। আজ আফগানিস্তানকে হারানোর বিকল্প নেই বাংলাদেশের জন্য। তবে বাংলাদেশের কাছে হারলেও সুপার ফোরে...