গত দেড় মাস ধরে কমিটি ছাড়াই চলছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। এর ফলে কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচি পালন করা হচ্ছে না। তবে দ্রুত যোগ্য ও ত্যাগীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। এদিকে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটিতে স্থান পেতে লবিং-তদবির শুরু করেছেন উত্তর জেলার অনেক নেতাকর্মী। তাদের মধ্যে গত ১৭ বছর আন্দোলন, রাজপথে থাকা এবং একাধিক মামলার আসামি হয়ে কারাভোগ করা নেতাকর্মীরা যেমন আছেন, তেমনি ওই সময়ে ঝিমিয়ে পড়া নিষ্ক্রিয় নেতাকর্মীরাও পদ-পদবি পেতে মরিয়া হয়ে উঠেছেন। আহ্বায়ক হিসেবে আলোচনায় আছেন অন্তত এক ডজন বিএনপি নেতা। যারা উত্তর চট্টগ্রামের বাসিন্দা। আলোচনায় আছেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা, বিলুপ্ত উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বা্্য়ক এম এ হালিম, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নূরুল আমিন, অধ্যাপক ইউনুছ চৌধুরী, নূর...