মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীদের নিয়মিত বেতন না দিলে নিয়োগকর্তাদের সরকারি সেবা বন্ধসহ বড় অংকের জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসংস্থান আইনের সংশোধনীর আওতায় এ বিধান কার্যকর হচ্ছে বলে বৃহস্পতিবার এক ঘোষণায় জানিয়েছে মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রবাসীদের বেতন না দেওয়া, মৌলিক সেবা থেকে বঞ্চিত রাখা, শোষণ করা কিংবা আইনবিরুদ্ধ কার্যকলাপে বাধ্য করাকে অবহেলা হিসেবে গণ্য করা হবে। এছাড়া স্থানীয় কোটার বাইরে বিদেশিকর্মী নিয়োগও একই অপরাধের আওতায় আসবে। প্রতিটি অবহেলাকারী নিয়োগকর্তাকে সর্বনিম্ন ৫০ হাজার রুপি জরিমানা করা হবে। ঘটনার পুনরাবৃত্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ রুপি পর্যন্ত জরিমানা আরোপ করা যাবে। একাধিকবার অবহেলার ঘটনায় জরিমানার পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগকর্তার রাষ্ট্রীয় পরিষেবা স্থগিত থাকবে।অবহেলাকারী নিয়োগকর্তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে এক্সপ্যাট পোর্টালের মাধ্যমে ব্যবস্থা...