প্রবাসীদের ভোটার করে নেওয়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে (ইসি) বিদেশ ট্যুরের ধুম লেগেছে। মূলত ভোটার কার্যক্রম তদারকি করতে যাচ্ছেন কমিশনাররা।আর কর্মকর্তারা যাচ্ছেন তদারকি ও প্রশিক্ষণ দেওয়ার নামে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনাররা একেক দেশ সফর করছেন। সে তালিকায় রয়েছেন ইসি সচিব আখতার আহমেদও। সিইসি বর্তমানে রয়েছেন কানাডায়। ১০ দিনের সফরে দেশটিতে তিনি ভোটার কার্যক্রম দেখতে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ উদ্বোধনের কাজে গেছেন। এর আগে গত এপ্রিলে কানাডায় একই কাজে গেছেন ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ। তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রও সফর করে এসেছেন। উদ্দেশ্য ছিল দূতাবাস কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া। এ ছাড়া আমেরিকায় গিয়েছিলেন মতবিনিময় করতে। অতিরিক্ত সচিবের ওই সফর ছিল ১৩ দিনের। এপ্রিলেই কানাডায় ১১ সদস্যের দুটি...