জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত হত্যা, গণহত্যার ও মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম ও প্রয়াত প্রসিকিউটর জেয়াদ আল-মালুমের স্কাইপ কেলেঙ্কারি সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, তৎকালীন বিচারপতি নিজামুল হক নাসিম প্রসিকিউটর জেয়াদ আল-মালুমকে আগেই বলে রেখে ছিলেন- ‘আপনি দাঁড়িয়ে যাবেন আর আমি বসাইয়া দিমু। সবাই মনে করবে আমাদের খাতির নেই’ সোমবার (১৫ সেপ্টেম্বর) তৎকালীন ট্রাইব্যুনালের বিচার নিয়ে এসব কথা তুলে ধরেন ৪৬তম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মাহমুদুর রহমান সাক্ষীর জবানবন্দি...