হংকংকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই হোচট খেয়েছে লিটন দাসের দল। শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। এই হারের পরে কঠিন হয়ে গেছে সুপার ফোরে খেলার সমীকরণ। তবে এখনও আশা হারাচ্ছেন না দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশতাক। সেখানে বেশ আত্মবিশ্বাসী কণ্ঠেই জানালেন সুপার ফোরে খেলার কথা। তিনি বলেন, ‘অবশ্যই আমাদের বিশ্বাস রাখতে হবে (সুপার ফোরে খেলার)। কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট বারবার ক্রিকেটারদের এই বার্তাই দিচ্ছে। আমিও বিশ্বাস করি, আমরা সুপার ফোরে খেলব।’ তবে সেই কাজটা মোটেও সহজ নয়। সুপার ফোরে খেলতে আজ আফগানিস্তানের জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে সেটা সম্ভব বলেই মনে করছেন বাংলাদেশের এই স্পিন বোলিং কোচ।...