কাতারে সাম্প্রতিক হামলার পর বিদেশে অবস্থানরত হামাস নেতাদের ওপর আরও হামলার সম্ভাবনাকে উড়িয়ে দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, তারা যেখানেই থাকুক না কেন, কোনো ধরনের ‘অভয়ারণ্য’ পাবেন না। খবর বিবিসির। জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, প্রতিটি রাষ্ট্রেরই সীমানার বাইরেও আত্মরক্ষার অধিকার রয়েছে। কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার ফলে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার ঝড় ওঠে। হামাস দাবি করেছে, এ হামলায় ছয়জন নিহত হলেও তাদের শীর্ষ নেতারা বেঁচে গেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন যে এমন ঘটনা আর হবে না। তবে সাংবাদিকদের প্রশ্নে নেতানিয়াহু সাফ জানিয়ে দেন, “আমরাই এ হামলা চালিয়েছি, আর কেউ নয়।” এ সময় রুবিও বলেন, যুক্তরাষ্ট্র উপসাগরীয় মিত্রদের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে। যদিও কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর...