বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে। সেই তালিকায় দীর্ঘদিন ধরেই রয়েছে মেগাসিটি ঢাকা। তবে সাম্প্রতিক সময়ে শহরটির বায়ুমান কিছুটা উন্নতির দিকে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী ঢাকার বাতাস মাঝারি মানে অবস্থান করছে। এ সময় শহরটির একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ছিল ৭১, যা মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। ফলে ঢাকার বাতাস কিছুটা স্বাস্থ্যকর পরিস্থিতিতে পৌঁছেছে বলে ধরা হচ্ছে। একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, যার স্কোর ছিল ১৫৩। দ্বিতীয় অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (১৩৭), তৃতীয় পাকিস্তানের লাহোর (১৩৪), চতুর্থ সৌদি আরবের রিয়াদ (১১১) এবং পঞ্চম ভারতের রাজধানী নয়াদিল্লি (১০৭)। আইকিউএয়ারের প্রকাশিত সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে ভালো ধরা...