গত রোববার সকাল থেকেই কার্কি মন্ত্রিসভা গঠনে আলোচনা শুরু করেন। মন্ত্রিসভায় সর্বোচ্চ ১১ জন সদস্য থাকতে পারবেন, প্রধানমন্ত্রীসহ। অর্থাৎ যেসব মন্ত্রী নিয়োগ পেয়েছেন, তাদের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হতে পারে। পরে অবশ্য সুশীলা কার্কির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, মন্ত্রিসভার আকার ১৫ সদস্যের বেশি হবে না।অল জেন-জি আন্দোলনের চাপের মুখে পদত্যাগ করার পর গত শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন সুশীলা কার্কি। তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি দেশটির সাবেক প্রধান বিচারপতি। সে সময়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তিনি দেশটিতে ব্যাপক জনপ্রিয়। প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পরই সংসদ ভেঙে দেওয়া হয় এবং আগামী ৫ মার্চ নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। অল জেন-জি আন্দোলনের চাপের মুখে পদত্যাগ করার পর গত...