খুলনায় হাসপাতাল থেকে চুরির ছয় ঘণ্টা পর নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এক নারীসহ তিনজনকে হেফাজতে নিয়েছে। এদিকে শিশুটিকে পেয়ে আনন্দিত বাবা-মাসহ পরিবারের সদস্যরা। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে ওই নবজাতককে চুরি করা হয়। নবজাতকের বাবা মির্জা সুজন জানান, অন্তঃসত্ত্বা ফারজানা বেগম গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) ড্যাপস্ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। ওইদিনই তিনি সন্তান জন্ম দেন। গতকাল সোমবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলা থেকে ওই নবজাতককে চুরি করে নিয়ে যাওয়ার সময়ে তা ধরা পড়ে সিসি টিভি ফুটেজে। দেখা যায়, দ্বিতীয় তলায় থাকা এক নারী তৃতীয়...