ফুসফুস শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে দুটি কোমল জীবন্ত অঙ্গ, যাদের প্রতিটি নিঃশ্বাস প্রাণে বেঁচে থাকার ছন্দ দেয়। এরা যেন শরীরের গভীরে থাকা দুটি বেহালার মতো যাদের টানে জীবনের সুর বাজে। কিন্তু এ বেহালা দুটিকে প্রতিদিন ধীরে ধীরে নিঃশব্দে মানুষ বিষ দিয়ে ঝলসে দিচ্ছে।সিগারেট এক নীরব শত্রু, যা মানুষের ফুসফুসকে প্রতিদিন একটু একটু করে খেয়ে ফেলে। প্রতিটি টানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে সিগারেট যে ক্ষতিটা করে; শরীর তার কিছুই বুঝতে পারে না। প্রথম কারণ শরীরের সজীবতা মরে সময় নিয়ে। কিন্তু এক সময় যখন বুঝতে পারে তখন আর কিছুই করার থাকে না। তখন চিকিৎসা নয়, সময় কেনার যুদ্ধ চলে আর সেই যুদ্ধের হার হয় শেষ দিয়ে।বাংলাদেশে ধূমপান এখন অভ্যাস নয়, বরং একটি সামাজিক...