আজ ১৬ সেপ্টেম্বর, নরসুন্দর দিবস। এই দিনটি বিশেষভাবে উৎসর্গ করা হয় সেইসব পরিশ্রমী, দক্ষ ও সৃজনশীল মানুষদের জন্য, যারা আমাদের চুল, দাড়ি ও বাহ্যিক সৌন্দর্য নিয়ে কাজ করেন – তারা হলেন নরসুন্দর।নরসুন্দর পেশাটি যতটা সাধারণ মনে হয়, ততটাই গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ, পরিষ্কার ও পরিপাটি থাকতে এই পেশার অবদান অনেক। চুল কাটা, শেভ করা, স্টাইলিং—সবকিছুতেই তাদের হাতের ছোঁয়া আমাদের আরও আত্মবিশ্বাসী করে তোলে।আরও পড়ুন :শিং মাছ খেলে শরীরে সত্যিই রক্ত বাড়ে কিনা জানাচ্ছেন চিকিৎসকআরও পড়ুন :প্রাক্তনকে স্বপ্ন দেখছেন? কারণ কীডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে খাবারের ৭ সহজ অভ্যাসঅনেকেই ভাবেন, নরসুন্দর মানেই শুধু চুল কাটা। কিন্তু এর বাইরেও তাদের কাজের পরিসর অনেক বড়। তারা আমাদের চেহারায় পরিবর্তন এনে দেন, মনকে প্রফুল্ল করে তোলেন, এমনকি কারও কারও আত্মপরিচয়ের অংশ হয়ে ওঠেন। বিশেষ...