প্রথমবারের মতো পৃথক দায়রা (ফৌজদারি) ও পারিবারিক আদালত প্রতিষ্ঠা করছে সরকার। এজন্য সাত শতাধিক বিচারকের পদসৃজনও করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত দায়রা আদালতের জন্য ২০৩টি ও যুগ্ম দায়রা আদালতের জন্য ৩৬৭টি বিচারকের পদসৃজন করা হয়েছে। এ ছাড়া পারিবারিক আদালতের পদসৃজন করা হয়েছে ১৬৩টি। আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সরকারের এ পদক্ষেপের ফলে বিচার কাজে গতি আসবে ও মামলার জট কমবে। পাশাপাশি বিচার প্রার্থীদের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।দেশে বর্তমানে ৪৫ লাখের বেশি মামলা বিচারাধীন। এর বিপরীতে বিচারক রয়েছেন মাত্র ২ হাজারের মতো। জনসংখ্যা ও মামলার অনুপাতে প্রয়োজনের তুলনায় বিচারকের এ সংখ্যা খুবই কম। ফলে ভারপ্রাপ্ত আদালতের ভারে কাবু বিচারকরা। একজন বিচারককে একই সঙ্গে ফৌজদারি ও দেওয়ানি মামলার বিচার করতে হয়। পাশাপাশি...