ই-কমার্স খাতের বিকাশ ও এ খাত শৃঙ্খলার মধ্যে আনতে প্রস্তুত করা হচ্ছিল ডিজিটাল বাণিজ্য কর্তৃপক্ষ আইন-২০২৫। ডিজিটাল কমার্স আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ প্রতিষ্ঠা কমিটির সবশেষ সভায় আইনটি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ, আইনটি এখন আর হচ্ছে না। সভায় ডিজিটাল ক্ষেত্রে ভোক্তাদের প্রতারণা-হয়রানি কমাতে নতুন আইন ও কর্তৃপক্ষ গঠন না করে বিদ্যমান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ প্রয়োজনীয় সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া প্রস্তাবিত আইন বিষয়ে অংশীজনদের আরও বিস্তারিত পর্যালোচনা করে মতামত দিতে বলা হয়েছে। সভায় নতুন আইন ও কর্তৃপক্ষ গঠনের বিষয়ে দ্বিমত ছিল। যে কারণে এখন আইনটি স্থগিত রাখা হয়েছে। পরবর্তীসময়ে আরও বিস্তারিত পর্যালোচনার কথা বলা হয়েছে।-বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ সাঈদ আলী এর আগে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে অনলাইন বিক্রেতাকে দুই বছরের কারাদণ্ড, অনাদায়ে ১০ লাখ...