শেরপুর জেলা নির্বাচন অফিসে ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করে পুলিশে দেয় জেলা নির্বাচন অফিস।আটক ওই রোহিঙ্গা যুবকের নাম মো. আমিন। তিনি কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও মিয়ানমারের নাগরিক।আটক রোহিঙ্গা মো. আমিন কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও মিয়ানমারের নাগরিক। তার বাবা নাম জাহিদ হোসেন এবং মায়ের নাম গুলবাহার।হঠাৎ স্কুলে ‘মামা’ পরিচয়ে শিক্ষার্থীদের পেটালেন যুবক, আহত ১২জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আলম মিয়া নাম ব্যবহার করে উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের ওই ব্যক্তি এনআইডি গ্রহণের জন্য শেরপুর জেলা নির্বাচন অফিসে আবেদন করেন। সেখানে তিনি বাবার নাম আলী হোসেন উল্লেখ করেন এবং শেরপুর পৌরসভার কসবা মোল্লাপাড়া ও শিবুত্তর এলাকার বাসিন্দা হিসেবে দাবি করেন। তবে...