স্নায়ুযুদ্ধ চলাকালে ১৯৮৫ সালের নভেম্বর মাসে সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের অংশগ্রহণে যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, তার বিষয়বস্তু ছিল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক ও অস্ত্র প্রতিযোগিতা। আলোচনার দরুন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ একপর্যায়ে বৈঠক থেকে বের হয়ে গিয়ে ব্যক্তিগতভাবে আলাপচারিতা করেন। তাদের এ কথোপকথনের উদ্দেশ্য বা ফলাফল কী ছিল, সেটা তখনই উপলব্ধি করা যায়নি। কিন্তু বহু বছর পরে জানা যায়, তাদের আলোচনায় রিগ্যান একটি বিস্ময়কর এবং অদ্ভুত প্রশ্ন করেছিলেন গর্বাচভকে।সাংবাদিক চার্লি রোজকে দেওয়া সাক্ষাৎকারে গর্বাচভ জানিয়েছিলেন, রিগ্যান তাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘যদি হঠাৎ বহির্জাগতিক কোনো শক্তি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তবে সোভিয়েত ইউনিয়ন কী করবে? আপনারা কি আমাদের সাহায্য করবেন?’ এ প্রশ্নের উত্তরে গর্বাচভ নির্দ্বিধায় বলেছিলেন, ‘অবশ্যই করব।’ রিগ্যান তখন বলেন, ‘তাহলে জেনে...