চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদীতে হঠাৎ পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে নিম্নাঞ্চলের জমি তলিয়ে গেছে এবং একটি সেতুর অংশবিশেষ ভেঙে পড়েছে। এতে নদী তীরবর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার বিকেল থেকে নদীর পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের জোল মাঠ এলাকায় নদীর ওপরে নির্মিত একটি ব্রিজ আংশিকভাবে ভেঙে যায়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ভৈরব নদীর তীব্র স্রোতে কৃষকদের দেওয়া জাগ পাট ভেসে গেছে এবং নিম্নাঞ্চলের ফসলি জমি আংশিক প্লাবিত হয়েছে। তবে পানির উচ্চতা কতটা বেড়েছে কিংবা কৃষকদের ক্ষতির সঠিক হিসাব এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুর পর্যন্ত পানি স্বাভাবিক থাকলেও হঠাৎ বিকেল থেকে আচমকা স্রোত বইতে শুরু করে। পরিস্থিতি দেখতে শত শত মানুষ নদীর তীরে ভিড় করেন। কেউ কেউ স্রোতের মধ্যে মাছও...