ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য। দুই দেশের মধ্যে চলতি বছরের জুলাইয়ে স্বাক্ষরিত ‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তির আওতায় আগামী সপ্তাহ থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর এই প্রক্রিয়া শুরু হচ্ছে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, প্রথম দফায় মাত্র কয়েকজন অনিয়মিত অভিবাসীকে ফেরত পাঠানো হবে। প্রক্রিয়াটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রয়োজনে এটি স্থগিতও হতে পারে। ফরাসি কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে এই ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হবে। অন্যদিকে, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা খুব শিগগির অভিবাসীদের প্রথম দলটিকে ফেরত পাঠানোর আশায় রয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের সীমান্ত সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। চুক্তির অধীনে গত মাসে যুক্তরাজ্যের ডোভার থেকে কয়েক ডজন অভিবাসীকে আটক করা হয়েছিল। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, তাদের...