টেলিভিশনের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে এমি অ্যাওয়ার্ডস বিশ্বব্যাপী স্বীকৃত। ন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস এটি প্রদান করে থাকে। ছোট পর্দার সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড শোর ৭৭তম আসর ১৪ সেপ্টেম্বর বসেছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে। কৌতুকাভিনেতা নেট বারগ্যাটজি সঞ্চালিত অনুষ্ঠানে ড্রামা, কমেডি ও লিমিটেড সিরিজের সেরা কাজগুলোকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় সিবিএস চ্যানেল ও প্যারামাউন্ট+ এ স্ট্রিমিংয়ে।নিচে এমি অ্যাওয়ার্ডস ২০২৫-এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা—সেরা কমেডি সিরিজদ্য স্টুডিওসেরা ড্রামা সিরিজদ্য পিটসেরা লিমিটেড বা অ্যান্থলজি সিরিজঅ্যাডোলেসেন্সসেরা রিয়ালিটি প্রতিযোগিতা অনুষ্ঠানদ্য ট্রেইটরসসেরা টকশো সিরিজদ্য লেট শো উইথ স্টিফেন কোলবেয়ারসেরা গল্প ভ্যারাইটি সিরিজলাস্ট উইক টুনাইট উইথ জন অলিভারসেরা লাইভ ভ্যারাইটি স্পেশালস্যাটারডে নাইট লাইভ ৫০তম বার্ষিকী স্পেশালকমেডি সিরিজে সেরা অভিনেতাসেথ রোজেন—দ্য স্টুডিওকমেডি সিরিজে সেরা অভিনেত্রীজিন স্মার্ট—হ্যাকসড্রামা সিরিজে সেরা অভিনেতানোয়া ওয়াইলি—দ্য পিটড্রামা সিরিজে...