বিশেষজ্ঞরা এ প্রবাহ আরও বৃদ্ধির সম্ভাবনার কথা বলছেন। রেমিট্যান্স প্রবাহ ৫০ কিংবা ১০০ বিলিয়নে নিয়ে যাওয়া সম্ভব। এ ক্ষেত্রে শ্রমিককে দক্ষ ও প্রশিক্ষিত করা এবং অবৈধ রেমিট্যান্স চ্যানেল পুরোপুরি বন্ধ করে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন তারা। এটা নিশ্চিত করা গেলে দেশের মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় থাকার পাশাপাশি সামগ্রিক অর্থনীতি পুনরুদ্ধার হবে।আমরা মনে করি, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর দেশের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তা থেকে ঘুরে দাঁড়ানোই ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ আর এ ক্ষেত্রে বৈদেশিক আয় বিশেষ করে প্রবাসী আয় রেখেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। কেউ বিস্মৃত হয়নি যে, বিগত দেড় দশকের আওয়ামী সরকারের শাসনামলে আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। নজিরবিহীন দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের কারণে মৃতপ্রায় আর্থিক খাতকে পুনরায় বাঁচিয়ে...