২০০৮ সালের আগেও বিভিন্ন হাটে চট পেতে বসে ধান কিনতেন সাধন চন্দ্র মজুমদার। সে ধান গরুর গাড়িতে করে বিভিন্ন মোকামে পৌঁছে দিতেন।এভাবেই হয়ে ওঠেন ধান-চালের ব্যাপারী। আশির দশকে নিজ এলাকা নওগাঁর নিয়ামতপুরে একটি ধান ভাঙার কল বসান সাধন চন্দ্র মজুমদার। এরপর আস্তে আস্তে রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৮৪ সালে প্রথমে হাজীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পরে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান হন। ২০০৮ সালে প্রথমবার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা চারবার হয়েছেন সংসদ সদস্য। হাজীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে হয়েছেন আওয়ামী লীগ সরকারের দুবারের খাদ্যমন্ত্রী। ১৯৫০ সালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বলদাহঘাট গ্রামে নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম সাধন চন্দ্র মজুমদারের। বাবা মৃত কামিনীকুমার মজুমদার ছিলেন শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সে সময় যোগাযোগব্যবস্থা ভালো ছিল না। ভাঙাচোরা রাস্তা দিয়ে...