ভোর হওয়ার আগেই হাসিনা বেগমের কাজ শুরু হয়। রান্না, বাচ্চাদের নাশতা, বৃদ্ধ শাশুড়ির ওষুধ-সব শেষ করে তবেই একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পান তিনি।বাংলাদেশের অগণিত নারীর মতো হাসিনার দিনও চলে বিনা মজুরির কাজে। অথচ এই শ্রম পরিবার ও সমাজকে টিকিয়ে রাখলেও অর্থনীতির পাতায় তার অস্তিত্ব নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সম্প্রতি তার এক গবেষণা প্রতিবেদনে জানায়, দেশের নারীরা গৃহস্থালি ও সেবাযত্নের জন্য মজুরি পেলে বছরে সেই অঙ্ক দাঁড়াত প্রায় ৫ লাখ ৭০ হাজার কোটি টাকা। রান্না ও ঘরের কাজের মূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা, আর শিশু, বৃদ্ধ ও অসুস্থদের যত্নের মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। পুরুষদের সীমিত অবৈতনিক কাজ যোগ করলে এই সংখ্যা বেড়ে দাঁড়াত ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা চলতি মূল্যে জিডিপির...