মানব ইতিহাসের পাতা জুড়ে এমন কিছু মহান মানুষ আছেন, যাদের আলো কেবল তাঁদের জাতি বা সময়কে আলোকিত করেনি; বরং তাঁরা হয়েছেন সর্বকালের, সর্বমানবের প্রেরণার দীপশিখা। তাঁদের মহত্ত্বের গৌরব মুছে যায়নি যুগের পর যুগের ধুলায়।মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁদের মধ্যে শ্রেষ্ঠতম, যাঁর আলো আজও মানবসভ্যতাকে আলোকিত করে চলেছে। বিস্ময়কর ব্যাপার হলো-শুধু মুসলিমরা নন, বরং পৃথিবীর বহু অমুসলিম চিন্তাবিদ, দার্শনিক ও ইতিহাসবিদ তাঁর চরিত্র, নীতি ও প্রভাবের সামনে মাথা নত করেছেন। তাঁদের কলমে নবীজির মহিমা ফুটে উঠেছে এমনভাবে, যা প্রমাণ করে-তিনি সত্যিই সমগ্র মানবতার নবী, অমর আলো ও চিরন্তন ত্রাণকর্তা। চলুন শুরুতেই দেখি আমাতের সবার প্রিয় কবি আল-মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে নিজ অনুভব অনুভুতি কোন ভাষায় প্রকাশ করেছেন-গভীর আঁধার কেটে ভেসে ওঠে আলোর গোলকসমস্ত পৃথিবী যেন গায়ে মাখেজ্যোতির পরাগ, তাঁর পদপ্রান্তে লেগেনড়ে...