বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করছে। এর মধ্যে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রও একটি।বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে পরিচালিত ১৩২০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি নকশাগত দিক থেকে দেশের অন্য বিদ্যুৎ কেন্দ্র থেকে যেমন ব্যতিক্রম একইভাবে এর বৈশিষ্ট্যগুলো একে অন্য বিদ্যুৎ কেন্দ্র থেকে স্বতন্ত্র করেছে। ইন্ট্রিগ্রেটেড ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন (এফজিডি) সিস্টেম উইথ নো বাইপাস প্রযুক্তির কারণেই এটি অন্য কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সম্পূর্ণ আলাদা। এতে সালফার অক্সাইডের দূষণ রোধ করা যাচ্ছে। এ ছাড়া এই কেন্দ্রে আছে লো নক্স ইমিশন প্রযুক্তি। এতে নাইট্রাস অক্সাইডের মাত্রা কম থাকে। আর এফজিডি প্রযুক্তি ব্যবহারের ফলে সালফার অক্সাইডকে বিশেষ পদ্ধতিতে জিপসামে পরিণত করা হয়। পরবর্তী সময়ে এই জিপসাম ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লা থেকে উৎপন্ন অ্যাশ বা ছাই নেদারল্যান্ডস থেকে আনা স্বয়ংক্রিয় বার্জ লোডার...