গত বছর জুনে কিংসটাউনে আফগানিস্তানের কাছে বিপক্ষে হেরে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান চলে গিয়েছিল সেমিফাইনালে। বিশ্বকাপে সেরা চার দলের একটি হওয়ার সেই আত্মবিশ্বাসের কথা এবারের এশিয়া কাপে বারবারই মনে করিয়ে দিচ্ছে তারা। বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা বলতে গিয়ে গতকালও বছরখানেক আগের ম্যাচটাকে স্মরণ করেছেন আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট। এবার যদিও দুই দল দাঁড়িয়ে ভিন্ন পটভূমিতে। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয়ে আত্মবিশ্বাসের চূড়ায় আছে আফগানিস্তান। আর একই প্রতিপক্ষের বিপক্ষে অতৃপ্তির জয়ের পর শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশ তাঁদের ভাগ্যটা তুলে দিয়েছে অন্যদের হাতে। শ্রীলঙ্কা যেন শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয়, এমন আশায় বুক বেঁধে থাকতে হলেও আজ আগে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে। সেই পথে বাংলাদেশের বড় সম্বল ‘বিশ্বাস’। গতকাল দলের প্রতিনিধি হয়ে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে আসা...