ধনীরা সব সময় কেনাকাটায় ব্যস্ত থাকেন না। তাঁরা খোঁজেন সম্পদ। নতুন গাড়ি বা ঘর সাজানোর চেয়ে তাঁরা টাকা খাটান শেয়ারবাজারে, রিয়েল এস্টেটে বা ব্যবসায়। তাঁদের চিন্তায় সব সময় থাকে কীভাবে টাকা দিয়ে টাকা বাড়ানো যায়। মধ্যবিত্তরা যেখানে নিরাপদ বাজেট, সঞ্চয়, অবসর নিয়ে ভাবেন, ধনীরা সেখানে অর্থকে দেখেন কৌশলের খেলা হিসেবে। তাঁরা ঝুঁকি নেন, বাজারের নতুন কৌশল শেখেন। ব্যর্থতা এলে তা থেকে শিক্ষা নেন, থেমে যান না। মধ্যবিত্তরা অনেক সময় ভাবেন, পরামর্শক বা কোচ ভাড়া করা একধরনের বিলাসিতা। ধনীদের কাছে এটাই হলো বিনিয়োগ। তাঁরা জানেন, সঠিক বিশেষজ্ঞের পরামর্শ তাঁদের সময় বাঁচাবে, ভুল এড়াতে সাহায্য করবে আর দীর্ঘ মেয়াদে আরও অর্থ এনে দেবে। ধনীদের কাছে সময় হলো সবচেয়ে দামি সম্পদ। তাই তাঁরা বাড়ির কাজের জন্য সাহায্য নেন, এমনকি ফ্লাইটও প্রাইভেট চার্টার্ডে নেন।...