অসুস্থ স্বামী। চিকিৎসার জন্য গত কয়েক মাস তিনি হাসপাতালে ছিলেন। অভিযোগ, সেই সুযোগে যুবকের দুই ভাই দিনের পর দিন যৌন হেনস্থা করেন বড় ভাইয়ের স্ত্রীকে। এমনকি, ভাইকে সুস্থ করার জন্য এটাই ‘টোটকা’ বলে দাবি করেন তাঁরা। প্রতিবাদ করলেই ভাতিজার ক্ষতি করবে বলে হুমকি দিতেন। দুই দেওরের বিরুদ্ধে অবশেষে থানায় অভিযোগ করেছেন ‘নির্যাতিতা।’ পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে। অভিযোগকারিণীর দাবি অনুযায়ী, তাঁর স্বামী অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কঠিন অসুখে ভুগছিলেন বলে কয়েক মাস তাঁকে হাসপাতালে রাখা হয়েছিল। সেই জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে দুই দেওর তাঁকে দিনের পর দিন ধর্ষণ করেছেন। যখনই তিনি প্রতিবাদ করেছেন, দুই দেওর শাসিয়েছেন। কখনও বলেছেন, ভাইকে সুস্থ করার জন্য তাঁরা এই কাজ করছেন! কখনও হুমকি দেওয়া হয়েছে, ছেলের ক্ষতি করার। মহিলার...