ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আর ব্যক্তিগত নিরাপত্তার জন্য নতুন করে আগ্নেয়াস্ত্র কেনার সুযোগ নেই। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অনেকে ব্যক্তিগত নিরাপত্তায় অস্ত্রের নতুন লাইসেন্স চেয়ে আবেদন করেছিলেন। তবে আপাতত কাউকে অস্ত্র কিনতে লাইসেন্সের অনুমোদন দেওয়া হচ্ছে না। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত বছর বৈধ অস্ত্র জমা নেওয়া হয়েছিল।সেই অস্ত্রের এক-তৃতীয়াংশ ফেরত দেওয়া হয়েছে। নির্বাচনের আগে আর বাকি অস্ত্র ফেরত দেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।জানা গেছে, আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে (২০০৯-২০২৪) দেশে ১৭ হাজার ২০০টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়।ওই সময় হত্যা মামলার আসামিদেরও অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ৮ আগস্ট। পরে ২৫...