গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, নতুন করে কারো সঙ্গে যুগপৎ আন্দোলন নয়, বরং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষেই তার দল কাজ করবে।তিনি মনে করেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন কর্মসূচি ও দাবি থাকতে পারে, আর এই ভিন্নমতের প্রতি সবার শ্রদ্ধা থাকা উচিত।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:“নতুন করে কারো সাথে যুগপৎ নয়, ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণঅধিকার পরিষদ। গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং দাবিদাওয়া থাকতে পারে। এই ভিন্নমতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। কিন্তু ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের ফলে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হয়, এমন কোনো পদক্ষেপের সাথে গণঅধিকার পরিষদ যুক্ত হবে না।তবে আওয়ামী ফ্যাসিবাদের পুরোপুরি বিনাশে ঐক্য গঠনের পথে আমরা...