ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মুলার বলেছেন, ইইউ আসন্ন ফেব্রুয়ারিতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত আগামী সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’ মাইকেল মুলার বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সংস্কার কর্মসূচি সম্পন্ন করতে হবে। সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন এওএফএ (অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসাডরস) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল হাসান। স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তবে স্থিতিশীলতা ও বিনিয়োগের নিরাপত্তা অপরিহার্য। বাংলাদেশ ইইউ সম্পর্কের বিষয়ে মাইকেল মুলার বলেন, ‘আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি...