বেলারুশের রাজধানী মিনস্ক থেকে কিছুটা দূরে যুদ্ধের আবহ। আকাশে উড়ছে সুখোই-৩৪ বোমারু বিমান, পড়ছে গাইডেড বোমা। বিকট শব্দে কেঁপে উঠছে চারপাশ। ঘন ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে পুরো আকাশ। চারিদিকে মর্টার ও কামানের গোলায় কান পাতা দায়। হেলিকপ্টার, গানশিপগুলোও আক্রমণে যোগ দিয়েছে, আর ড্রোন দিয়ে চলছে নজরদারি। তবে এটি কোনো আসল যুদ্ধ নয়। এটি একটি সামরিক মহড়া। এটি হলো বরিসভস্কি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে বেলারুশ ও রাশিয়ার সেনারা যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। মহড়াটির নাম 'জাপাদ-২০২৫', অর্থাৎ 'পশ্চিম-২০২৫'। এই ধরনের মহড়া প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়। মস্কো ও মিনস্কের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মহড়া পুরোপুরি প্রতিরক্ষামূলক। উদ্দেশ্য রাশিয়া ও বেলারুশের নিরাপত্তা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্র, তুরস্ক ও হাঙ্গেরিসহ ২৩টি দেশের সামরিক প্রতিনিধিদের এই মহড়া পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বেলারুশের প্রতিরক্ষা...