মাইলস্টোন কলেজে গতকাল সোমবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস শুরু হয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস হয়। দিনের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এবং শিক্ষকÑশিক্ষিকারা। অধ্যক্ষ শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং আন্তরিকভাবে শুভেচ্ছা বিনিময় করেন নবাগত ছাত্রছাত্রীদের সঙ্গে। এ সময় অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘মাইলস্টোন কলেজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটি হোক এগিয়ে চলার প্রেরণা। এই পথচলা তোমাদের ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করবে এবং...