ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫১ জন নিহত হয়েছে। যার মধ্যে ৬ বছরের যমজ শিশুও রয়েছে। এছাড়া অনাহারে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে অনাহার ও অপুষ্টিতে ১২৫ শিশুসহ প্রাণ হারিয়েছে ৪২৫ জন। আল জাজিরা জানিয়েছে, খান ইউনিসে গুলি করে অন্তত ৫ ত্রাণ প্রত্যাশীকে হত্যা করেছে আইডিএফ। গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে। এনিয়ে প্রায় ২ বছরে ২৭৮ সাংবাদিক প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এদিন গাজা সিটিতে আরেকটি বহুতল ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে, অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চালাচ্ছে তেল আবিব। অস্কার জয়ী পরিচালক...