ভেনেজুলেয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্যাং সদস্য ও মাদক পাঠানোর অভিযোগ আবারও তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, এটি কোনোভাবেই মেনে নেবেন না তিনি। রোববার নিউ জার্সিতে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। রয়টার্স জানিয়েছে এ খবর। এ সময় ভেনেজুয়েলায় হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। ওয়াশিংটন এরইমধ্যে ক্যারিবীয় সাগরে ৩টি যুদ্ধজাহাজ এবং ৪ হাজার সেনা মোতায়েন করেছে। মাদক চক্রের বিরুদ্ধে এ অভিযান বলে দাবি ট্রাম্প প্রশাসনের। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট...