চাঁদাবাজি ও দখলদারের রাজনীতি এ দেশে আর চলবে না। বিশ্লেষকেরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল সেই বার্তাই দিয়েছে। পেশিশক্তির রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে নতুন প্রজন্ম। রাজনৈতিক দলগুলোকে তরুণদের আকাঙ্ক্ষা গভীরভাবে গুরুত্ব দিতে হবে বলে মনে করেন তাঁরা। ডাকসু ও জাকসুতে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। ভোটের পরিবেশ নিয়েও সন্তুষ্ট অধিকাংশ প্রার্থী। শিক্ষার্থীরা বলছেন, রাজনীতির ধরন বদলাতে হবে। পেশিশক্তি, চাঁদাবাজি আর টেন্ডারবাজি চলবে না। তারই প্রতিফলন হয়েছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা দলগুলোকে বুঝতে হবে বলে মনে করেন বিশ্লেষকেরা। রাজনৈতিক...