কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে সার্বিকভাবে আসনসংখ্যা কমানোসহ অর্গানোগ্রামে আরও ১৮টি বিভাগের অন্তর্ভুক্তি, চারটি ইন্সটিটিউট চালু, ১২টি বিভাগে পিএইচডি ডিগ্রি চালুর সুপারিশ করা হয়েছে।রবিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়গুলো নিশ্চিত করেন।জানা যায়, ল্যাব বেইজড বিভাগগুলোতে আসন সংখ্যা ৪০টি এবং ল্যাববিহীন বিভাগগুলোতে ৫০টি আসন রাখার সুপারিশ করা হয়েছে।এছাড়া, নতুন আরও ১৮টি বিভাগের অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে। এরমধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো হলো–পরিবেশ বিজ্ঞান বিভাগ, জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগ এবং জৈবপ্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত গুলো হলো– সমাজবিজ্ঞান বিভাগ, জনসংখ্যা বিজ্ঞান বিভাগ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। কলা ও মানবিক অনুষদভুক্ত গুলো হলো–ইসলামিক স্টাডিজ ও সংস্কৃতি বিভাগ, ইতিহাস বিভাগ এবং দর্শন বিভাগ।ব্যবসায় অনুষদভুক্তগুলো হলো– পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগ, ব্যবসায়িক...