বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপমুক্ত করে একটি আধুনিক ও স্বতন্ত্র জাতীয় সংস্থায় রূপ দেওয়ার সুপারিশ করেছে সরকারের স্বাধীন টাস্কফোর্স। এর অংশ হিসেবে সংস্থার নাম বদলে ‘স্ট্যাটিসটিকস বাংলাদেশ (স্ট্যাটবিডি)’। আর এর প্রধানকে চিফ স্ট্যাটিসটিশিয়ান বা প্রধান পরিসংখ্যানবিদের মর্যাদা দেওয়ার পরামর্শ রেখেছে টাস্কফোর্স। গতকাল সোমবার পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে এই সংস্কার প্যাকেজ প্রস্তাব ও সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেয় টাস্কফোর্স। প্রতিবেদনে শুধু নাম বা পদ পরিবর্তনের প্রস্তাব নয়; বরং পুরো সংস্থাকে নতুনভাবে সাজানোর জন্য বৈপ্লবিক পরিবর্তনধর্মী কিছু সুপারিশ করা হয়েছে, যা বাস্তবায়ন করা হলে বাংলাদেশের পরিসংখ্যান ব্যবস্থা বিশ্বমানের মানদণ্ডে দাঁড়াবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এ বিষয়ে জানতে চাইলে টাস্কফোর্সের প্রধান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আমরা সাহসী, সময়োপযোগী ও বাস্তবসম্মত সংস্কারের প্রস্তাব দিয়েছি। এখানে কোনো আমলাতান্ত্রিক কাটছাঁট...