মীরসরাইয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে শাহেদ হত্যার প্রধান আসামি বাবা মো. নুরুজ্জামানকে (৬৫) দ্বিতীয় স্ত্রীসহ সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান। তিনি জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ ও র্যাব সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে স্ত্রীসহ আত্মগোপনে থাকা ঘাতক বাবা নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়ে জানানো হবে। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মোহাম্মদ শাহেদ (২২) বাবার ছুরিকাঘাতে খুন হন। জানা যায়, দ্বিতীয় বিয়ে করে ১০ সেপ্টেম্বর নতুন স্ত্রীকে ঘরে আনেন বাবা মো. নুরুজ্জামান। খবর পেয়ে বুধবার বিকালে শহরের ভাড়া বাসা থেকে এলাকায়...