অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে ১৫ বাংলাদেশী ফেরত পাঠিয়েছে ভারত। গত (১৪ সেপ্টেম্বর) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাকিমপুর চেকপোষ্টে আটক করে। পরে আটককৃতদের পতাকা বৈঠাকের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।আটককৃতরা হলেন সাতক্ষীরার শাহীন সানা (২৭), নিলুফা (১৯), শাহিনা সুলতানা (০১), রাবিয়া বেগম (২৯), জাহাজীর আলম (২৪), লিপিকা খাতুন (১৬), নাজমা খাতুন (৩৪), জিম তরফদার (১৪), ফারহানা আক্তার (২৫), ফারহান ঢালী (০৭), সেলিনা খাতুন (৩৮), সুরাইয়াসমিন (১০), রাবিয়া খাতুন (২৭), রিয়াদ হাসান (০৩),ফুলমতি খাতুন (৭২)।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশ সাতক্ষীরা ব্যাটালিয়ন এর বিওপি কমান্ডারের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর করেন। আটক বাংলাদেশী নাগরিকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।সাতক্ষীরা সদর থানার ওসি শানিমুল হক আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের পরিবারের...