স্থানীয় সূত্রে জানা যায়, স্কয়ার অ্যাপারেলস কারখানার শ্রমিকবাহী বাস ভালুকার দিকে আসার সময় ঘটনাস্থলে পৌঁছালে একইগামী পল্লী বিদ্যুৎ এর পিলার বোঝাই একটি মিনি লরির পেছনে সংঘর্ষ হয়ে রাস্তার পাশে বিদ্যুৎয়ের খুঁটির সাথে বাসটির ধাক্কা লেগে এ সময় লরিটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছোটন কুমার দেবকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহদী মাসুদ জানান, দুর্ঘটনা পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এবং পরবর্তী আইনগত...